Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশের ওপর থেকে কোভিডের বিধিনিষেধ তুলে নিলো ফ্রান্স

সম্পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকলে দেশটিতে যেতে বাংলাদেশিদের কোভিড পরীক্ষা করাতে হবে না

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৯:৪৫ এএম

বাংলাদেশকে ‘‘সবুজ’’ তালিকার দেশ হিসেবে বিবেচনা করে করোনাভাইরাসের বিধিনিষেধ তুলে নিয়েছে ফ্রান্স।

বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। ফরাসি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

সবুজ তালিকায় থাকা বাংলাদেশের মতো দেশ থেকে ফ্রান্সে আগমনের ব্যবস্থা (পরীক্ষা, আইসোলেশন) তুলে নেওয়া হয়েছে।

ফরাসি সরকাররে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ থেকে ভ্রমণ করা যাত্রী যারা করোনাভাইরাসের ফাইজার, মডার্না, অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা এবং জনসন ও জনসনের টিকা নিয়েছে তাদের দেশটিতে যেতে এবং সেখান থেকে যাত্রা করতে করোনাভাইরাসের পরীক্ষা করাতে হবে না।

বাংলাদেশ থেকে ফ্রান্সে যেতে সম্পূর্ণ টিকা নেওয়ার প্রমাণই যথেষ্ট।

তবে টিকা নেননি এমন যাত্রীদের বাংলাদেশ থেকে ফ্রান্সে যেতে করোনাভাইরাসের আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ সনদ দেখাতে হবে।

About

Popular Links