রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা অব্যাহত রাখলে ৫০ লাখ ইউক্রেনীয় দেশ ছাড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছে ইউরোপীয় ইউনিয়ন। এমন তথ্য জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক জ্যেষ্ঠ প্রতিনিধি জোসেপ বরেল।
রুশ সামরিক বাহিনীর হামলার পর থেকে ইউক্রেনের বিভিন্ন শহরের মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে সীমান্ত পাড়ি দিচ্ছেন। বড় একটি অংশই আশ্রয় নিচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি প্রতিবেশী দেশে। এরইমধ্যে দেশ ত্যাগ করা ইউক্রেনীয়দের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়ে গেছে। সামনের দিনে এই সংখ্যা ৫০ লাখে পৌঁছাতে পারে বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন।
জোটের শীর্ষ কূটনীতিক জোসেপ বরেল সোমবার বলেছেন, “৫০ লাখ শরণার্থীকে গ্রহণ করার জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আমরা ইইউ-র সমস্ত সম্পদ ব্যবহার করে শরণার্থী গ্রহণকারী দেশগুলোকে সহায়তা দিতে হবে।...আমাদের আরও বিদ্যালয়, আরও আশ্রয় কেন্দ্র ও সবকিছুই আরও প্রয়োজন হবে।”
এদিকে সোমবার পোল্যান্ড জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারির পরে ইউক্রেন থেকে ১০ লাখ শরণার্থী দেশটির সীমান্ত অতিক্রম করেছেন। শুধু সোমবার সকালেই এসেছেন ৪২ হাজার।