ইউক্রেনে রুশ সামরিক অভিযানের দুই সপ্তাহ পার হয়েছে। এরইমধ্যে যুদ্ধে দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর মারিউপোলের একটি হাসপাতালের শিশু ও প্রসূতি বিভাগের ওপর বোমাবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন।
বৃহস্পতিবার (১০ মার্চ) শহরটির পৌর কর্তৃপক্ষের এক ফেসবুক পোস্টের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এদিকে, শিশু হাসপাতালের ওপর রুশ বোমাবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেনস্কি।
হাসপাতালে বোমা হামলার ভিডিও ফুটেজসহ একটি টুইট করেন তিনি। ওই টুইটে তিনি বলেন, "নৃশংসতা, ধ্বংসাবশেষের নিচে মানুষ, শিশুরা চাপা পড়েছে।"
এর আগে, বুধবার ইউক্রেনের আকাশে “নো ফ্লাই জোন” কার্যকরের জন্য আহ্বান জানান তিনি। যদিও নো-ফ্লাই জোনের দাবি যুক্তরাষ্ট্র ও অন্য ন্যাটোভুক্ত দেশগুলো বারবার প্রত্যাখ্যান করে আসছে।