ওমিক্রন সংক্রমণের মধ্যে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৪৫ কোটি ছাড়িয়েছে। সেই সঙ্গে মৃত্যুর সংখ্যা ৬০ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার (১২ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৫৫৭ জন। ফলে, মোট আক্রান্তের সংখ্যা ৪৫ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ৭০ জনে দাঁড়িয়েছে।
অন্যদিকে, একদিনে মারা গেছেন আরও ৭৭৪ জন এবং মোট মৃতের সংখ্যা ৬০ লাখ ৫৮ হাজার ১৮ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৮ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৯৬০ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৩ হাজার ৪৪ জন।
এছাড়া, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৪ হাজার ৬১২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৫ হাজার ১১৪ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৪ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৮৭৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৮৮৩ জনে।