Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে হামলা, নিহত ১৩ (ভিডিও)

লস অ্যাঞ্জেলস থেকে ৪০ কিমি দূরে অবস্থিত থাউস্যান্ড ওকসে বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিল ক্লাবে এ ঘটনা ঘটে।

আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ০৮:৩২ পিএম

যুক্তরাষ্ট্রেরদক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে এক পুলিশ সদস্যসহ হামলাকারীও রয়েছেন। 

স্থানীয় সময় বুধবার রাতে লস অ্যাঞ্জেলস থেকে ৪০ কিমি দূরে অবস্থিত থাউস্যান্ড ওকসে বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিল ক্লাবে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানায়, কালো পোশাক পরে ওই হামলাকারী ক্লাবে প্রবেশ করে। তার কাছে কমপক্ষে একটি বন্দুক ছিল। সেখানে ঢুকেই ওই ব্যক্তি গুলি চালায়। 

ভেনচুরা কাউন্টি কার্যালয়ের শেরিফ (পুলিশ) কর্মকর্তা জিওফ ডিন জানান, সার্জেন্ট রন হেলাস ঘটনাস্থলের দায়িত্বে ছিলেন। তিনি ওই ভবনে প্রবেশ করা মাত্রই তাকে গুলি করা হয়। বৃহস্পতিবার হাসপাতালে মারা যান তিনি। তবে হামলাকারী কীভাবে মারা গেছেন তা জানায়নি কর্তৃপক্ষ।

ডিন জানান, আরো ১০ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের তথ্য জানা যায়নি।

ভেনচুরা কাউন্টি শেরিফ কার্যালয়ের অধিনায়ক গারো কুরেদজিয়ান জানান, থাউস্যান্ড ওকসে বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিলে রাত ১১টা ২০ মিনিটে প্রথম গুলির ঘটনা ঘটে। হামলার সময় শত শত মানুষ এর ভেতরে ছিল।


About

Popular Links