Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

আইফেল টাওয়ারের উচ্চতা বাড়লো ৬ মিটার

ছয় মিটার বাড়ায় আইফেল টাওয়ারের বর্তমান উচ্চতা দাঁড়ালো ৩৩০ মিটারে

আপডেট : ২২ মার্চ ২০২২, ০৫:২৩ পিএম

আইফেল টাওয়ার আরও উঁচু হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) হেলিকপ্টার দিয়ে টাওয়ারের শীর্ষে বসানো হয়েছে নতুন বেতার অ্যান্টেনা। অ্যান্টেনাটি ছয় মিটারের, তাই আইফেল টাওয়ারও ছয় মিটার উঁচু হয়েছে বলে জানিয়েছে আইফেল টাওয়ার সোসাইটি।

বিশ্ব বিখ্যাত স্থাপনাটির কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বৃহত্তর প্যারিসে ডিজিটাল বেতার সংকেত প্রেরণের জন্য নতুন অ্যান্টেনাটি ব্যবহৃত হবে।

প্যারিসের সবচেয়ে জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র থেকে রেডিও অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছির একশ বছরেরও বেশি আগে। তখন প্রথম ফরাসি অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয়েছিল এখান থেকে।


আইফেল টাওয়ারের উচ্চতা দাঁড়ালো ৩৩০ মিটারে/ পিক্সাবে


এভাবে উচ্চতা বৃদ্ধিও প্রথম নয়। ২২ বছর আগে আরেকবার একটি অ্যান্টেনা স্থাপনের ফলে আইফেল টাওয়ারের উচ্চতা বেড়েছিল। এবার ছয় মিটার বাড়ায় আইফেল টাওয়ারের উচ্চতা দাঁড়ালো ৩৩০ মিটার।

   

About

Popular Links

x