ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে দেশটির কমপক্ষে ৮৪৭ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটির মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত ৮৪৭ জন নিহত হওয়ার পাশাপাশি ১,৩৯৯ জন মানুষ আহত হয়েছেন।
সংস্থাটির দেওয়া তথ্যানুযায়ী, এদের ভেতর বেশিরভাগই ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার কারণে নিহত হয়েছেন বলে জানা গেছে। যদিও অতিরিক্ত ক্ষতিগ্রস্ত শহরের হতাহতের অবস্থা এখনও যাচাই করতে পারেনি তারা। এজন্য যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা তাদের।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রুশ বাহিনী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, ইতোমধ্যে ৩০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।