Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

মুখ থুবড়ে পড়লো বোয়িং ৭৪৭

বোয়িং ৭৪৭ মডেলের ওই বিমানটি যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে কানাডায় পৌঁছায়। সেখান থেকে মাল বোঝাই করে চীনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।  

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১২:০৮ পিএম

কানাডার পূর্বাঞ্চলে নোভা স্কটিয়া প্রদেশের হ্যালিফেক্স স্ট্যাফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বোয়িং ৭৩৭ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, স্কাইলিস কার্গোর ওই বিমানটি অবতরণের সময় রানওয়ের ওপর ঘষা খেতে খেতে ২১০ মিটার দূরে গিয়ে থামে। পরে সেটি একটি অ্যান্টেনাতে ধাক্কা দেয়। এতে চারটি ইঞ্জিনের মধ্যে দুটি বিমান থেকে বিছিন্ন হয়ে যায়। এ ছাড়া সেটির নিচের অংশে আগুন ধরে যায়। 

এ দিকে ওই বিমানে থাকা চারজন ক্রু আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ডেইলি মেইলের খবরে বলা হয়, বিমানটি অবতরণের সময় টেইলউইন্ড নামের এক ধরনের বাতাসের শিকার হয়। এতে বিমানটির পাইলটরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 

বোয়িং ৭৪৭ মডেলের ওই বিমানটি যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে কানাডায় পৌঁছায়। সেখান থেকে মাল বোঝাই করে চীনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।  



   

About

Popular Links

x