Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

নিজের পোর্টেবল টয়লেট সঙ্গে করে নিয়ে আসেন কিম

কিমের এই সফর নিয়ে অনেক কিছুর মধ্যে অন্যতম আলোচনায় ছিল সিঙ্গাপুরে নিয়ে আসা তাঁর ব্যক্তিগত পোর্টেবল  টয়লেট

আপডেট : ১২ জুন ২০১৮, ০২:০০ পিএম

কিমের শরীরের বর্জ্য গবেষণা করে বিদেশি গোয়েন্দারা তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনে যেতে পারে এমন আশঙ্কায় নিজের ব্যক্তিগত পোর্টেবল টয়লেট সিঙ্গাপুরে নিয়ে আসেন কিম। 

কিম জং উন সিঙ্গাপুরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের উদ্দেশ্যে। ঐতিহাসিক এই বৈঠক সম্পন্নও হয়ে গেল আজ মঙ্গলবার (১২ জুন)। 

কিমের এই সফর নিয়ে অনেক কিছুর মধ্যে অন্যতম আলোচনায় ছিল সিঙ্গাপুরে নিয়ে আসা তাঁর ব্যক্তিগত পোর্টেবল  টয়লেট। গোয়েন্দারা তাঁর বর্জ্য সম্পর্কে জানলে তাঁর ব্যক্তিগত জীবন পদ্ধতি সম্পর্কেও জেনে যেতে পারে এমন আশঙ্কা থেকেই টয়লেট সঙ্গে করে নিয়ে আসেন তিনি। 

সিঙ্গাপুরে কিম ও তাঁর সঙ্গীরা দুটি ডেকয় প্লেনে করে আসেন। তাঁর খাবারও নিয়ে আসা হয় তাঁর সঙ্গে। সিঙ্গাপুরে চলাচলের জন্য কিমের বুলেট-প্রুফ লিমুজিন গাড়িটিও নিয়ে আসা হয় সিঙ্গাপুরে। 

উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতা তাঁর ব্যক্তিগত জীবনের গোপণীয়তা রক্ষার ব্যাপারে সর্বদাই সতর্ক থাকেন। 

   

About

Popular Links

x