Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত সাড়ে ৪৮ কোটি ছাড়িয়েছে

এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ৬১ লাখ ৩২ হাজার ৩৪৫ জন

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৮:০২ পিএম

বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৪৮ কোটি ছাড়িয়েছে।  

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৯ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৮ কোটি ৫১ লাখ ৫৩ হাজার ১৩৮ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ ৩২ হাজার ৩৪৫ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৮ কোটি ১৯ হাজার ১২৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৭৮ হাজার ৬৪৮ জন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৪ কোটি ৩০ লাখ ২১ হাজার ৯৮২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৭০ জনে।

এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত ২ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার ১৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৫৯ হাজার ৫০৮ জন।

বাংলাদেশ পরিস্থিতি

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন শনাক্ত হয়েছে ৬৯ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২০ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর কোভিড বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ০.৭৫%।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪.১৩%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৯%।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ৭৪৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬.৩২%।

About

Popular Links