Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু

হিজরি সালের রমজানকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১০:৫২ পিএম

সৌদি আরব, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে, শনিবার (২ এপ্রিল) থেকেই এসব দেশে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ও ওমানের সুলতানের দপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেট।

প্রসঙ্গত, হিজরি সালের রমজানকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়। মহিমান্বিত এই মাসকে ঘিরে এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে মুসলিম বিশ্বের।

About

Popular Links