Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ৬১ লাখ ৬৯ হাজার ছাড়ালো

এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ২১১ জনে ছাড়িয়েছে

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১২:০০ পিএম

 বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ২১১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ ৬৯ হাজার ৫৫১ জন।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়। 

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১৪ লাখ ৯৪ হাজার ৯৯০ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৭ হাজার ১২৩ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা তিন কোটি ১৫ হাজার ৩৫৭ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৬০ হাজার ৫৭০ জন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ২৯ হাজার ৪৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৩৫৮ জনে।

বাংলাদেশ পরিস্থিতি

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার বিকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।এসময় নতুন শনাক্ত হয়েছে ৬১ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭,০৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের ০.৭৮%। দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪.৯%।


About

Popular Links