আগামী ২০৩০ সালের মধ্যে ১ কোটি ১০ লাখের মতো পাঁচ বছরের কম বয়সী শিশুর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
প্রতিবছর ১২ নভেম্বর সারা বিশ্বে শিশুমৃত্যুর সবচেয়ে বড় কারণ এই রোগটির বিষয়ে সচেতনতা তৈরিতে ‘বিশ্ব নিউমোনিয়া দিবস’ হিসেবে পালন করা হয়।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও সেভ দ্য চিলড্রেনের এক পূর্বসতর্ক বার্তায় এ আশঙ্কার কথা তুলে ধরা হয়। সেখানে বলা হয়, আগামী এক যুগের মধ্যেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা হবে ১ কোটি ৮ লাখ। আর শুধু ২০১৬ সালেই এই সংখ্যা ছিল ৮ লাখ ৮০ হাজার।
সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভারত ও নাইজেরিয়ায় ১৭ লাখ, পাকিস্তানে ৭ লাখ ও কঙ্গো প্রজাতন্ত্রে ৬ লাখ ৩৫ হাজার মানুষের শিশুর মৃত্যু হতে পারে।
তবে একটি সুখবরও জানিয়েছেন গবেষকরা। তারা বলেছেন টিকাদান কর্মসূচীর আওতা বৃদ্ধি, অ্যান্টিবায়োটিকের সুলভ মূল্য ও শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে পারলে ৪১ লাখ মানুষের জীবন বাঁচাতে পারে।
নিউমোনিয়া ফুসফুসে সংক্রমণের মাধ্যমে হয়ে থাকে। ব্যকটোরিয়ায় আক্রমণে সাধারণত রোগটি হয়। তবে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে নিউমোনিয়ার নিরাময় সম্ভব।