Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

দুই বছর পর হজে যেতে পারছেন বাংলাদেশিরা

তবে হজযাত্রীদের ৬৫ বছরের কম বয়সী হতে হবে, তাদের বাধ্যতামূলক সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত করোনাভাইরাসের টিকা নেওয়া থাকতে হবে

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৫:৩৮ পিএম

এ বছর ১০ লাখ হজযাত্রীকে হজ পালনের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব।

আরব নিউজের খবরে বলা হয়, করোনভাইরাস মহামারি মোকাবিলায় গত দুই বছর বার্ষিক এই অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষের সংখ্যা অনেক কম ছিল।

হজ পালনের জন্য হজযাত্রীদের ৬৫ বছরের কম বয়সী হতে হবে এবং তাদের বাধ্যতামূলক সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত করোনাভাইরাসের টিকা নেওয়া থাকতে হবে।

এছাড়া সব হজযাত্রীর বিমান ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে করোনাভাইরাসের পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ থাকতে হবে।

মন্ত্রণালয় বলছে, করোনাভাইরাসে মোকাবিলায় সৌদি আরব যে সফলতা অর্জন করেছে তা বজায় রেখে সর্বোচ্চ সংখ্যক হজযাত্রীকে হজে অংশ নেওয়ার অনুমতি দেয়ার চেষ্টা করা হয়েছে।

স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮,৭৪৫ জন হজ পালন করেছিলেন।

About

Popular Links