টুইটারের পরিচালনা পর্ষদে (বোর্ড) যোগ দিচ্ছেন না টেসলা ব্রান্ডের সিইও ইলন মাস্ক। যদিও এখনও টুইটারের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার তিনি।
টুইটারের প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগরওয়াল এই বিষয়ে টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন।
টেসলার কর্মীদের কাছে পাঠানো একটি পুনঃপোস্ট করা নোটে আগরওয়াল লিখেছেন, “ইলনের সঙ্গে এ বিষয়ে আমার সরাসরি আলোচনা হয়েছে। একইভাবে বোর্ডের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। যেহতু মাস্ক টুইটারের একটি বড় অংশের শেয়ারের মালিক, তাই কোম্পানির ভবিষ্যতের কথা চিন্তা করে টুইটার তাকে বোর্ড সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছিল।”
তিনি জানান, ৫ এপ্রিল মাস্কের সঙ্গে আমরা একটি মিটিংয়ের আয়োজন করা হয়। মাস্ক আমাদের বোর্ডে যোগ দেওয়ার ব্যাপারে অপারগতার কথা জানিয়েছেন। তিনি আমাদের বড় একজন শেয়ারহোল্ডার। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই।
যদিও কীজন্য টুইটার বোর্ডে যোগ দেননি মাস্ক, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি তিনি।
এর আগে, ৪ এপ্রিল টুইটারের ৯.২% শেয়ার কেনার বিষয়টি জানান ইলন মাস্ক। এরপরই টুইটারের শেয়ার ২৫% বেড়ে যায়।