বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (১৩ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৩৬ লাখ ৩ হাজার ৭৪১ জনে দাঁড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ ৮৩ হাজার ৯৪৪ জন।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৪৭ লাখ ৬ হাজার ২০৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৮৬ হাজার ৩৪৬ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা তিন কোটি ১৬ লাখ এক হাজার ৯০৯ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৬১ হাজার ৫৭৬ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৯২৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৭২৩ জনে।