Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ৫০ কোটি ৬৭ লাখ ছাড়ালো

অন্যদিকে, এ ভাইরাসটিতে এ পর্যন্ত মারা গেছেন ৬২ লাখ ৭ হাজার ১৮৩ জন

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১১:৫৫ এএম

বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৬৭ লাখ ছাড়িয়েছে। 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।  

ওয়েবসাইটটিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৫৫০ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ সাত হাজার ১৮৩ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি আট লাখ এক হাজার ৫০৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯০ হাজার ২০৬ জন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৪৭ হাজার ৫৯৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ  লাখ ২২ হাজার ছয় জনে।

বাংলাদেশ পরিস্থিতি

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন শনাক্ত হয়েছে ২৮ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭  জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ০.৫৫%।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৯%।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫৪৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯২ হাজার ৭৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬.৯১%।

About

Popular Links