Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বে কোভিড আক্রান্ত ৫১ কোটি ৮৭ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৬২ লাখ ৫৫ হাজার ৬৭১ জন

আপডেট : ১১ মে ২০২২, ১১:০১ এএম

বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৮৭ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (১১ মে) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৪২৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ৫৫ হাজার ৬৭১ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ২১ লাখ সাত হাজার ৫১৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৮ হাজার ৩৪৬ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে দেখা গেছে, দেশটিতে গত ২৪ ঘণ্টার মধ্যে ২ হাজার ২৮৮ জনের নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ৩১ লাখ ৭ হাজার ৬৮৯ জনে। এছাড়া একই সময়ে ১০ জনের মতো মৃত্যুর খবর পাওয়া গেছে এবং মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ১০৩ জনে দাঁড়িয়েছে।

এদিকে, বাংলাদেশে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৮৫৫ জনে পৌঁছেছে। মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন।

   

About

Popular Links

x