Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: বিশ্বজুড়ে সংক্রমণ-মৃত্যুতে নিম্নমুখী প্রবণতা

শনিবার বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণের হিসেবে শীর্ষে অবস্থান করেছে তাইওয়ান

আপডেট : ১৫ মে ২০২২, ১০:৩৯ এএম

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪৬ জন। একই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৬৯৩ জন। এছাড়া এই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৩ হাজার ৪৯৩ জন।

রবিবার (১৫ মে) এ তথ্য জানিয়েছে আক্রান্ত-মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স।

ওয়েবসাইট থেকে জানা যায়, শনিবার বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণের হিসেবে শীর্ষে অবস্থান করেছে তাইওয়ান। এ দিন দেশটিতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৪ হাজার ৪১ জনের এবং মৃত্যু হয়েছে ৪০ জনের। অন্যদিকে মৃত্যুর দিক দিয়ে শীর্ষে ছিল রাশিয়া। ওই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১০৭ জনের। এছাড়াও কোভিড পজিটিভ হয়েছেন ৫ হাজার ৪৭ জন।

ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, করোনাভাইরাসের মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫২ কোটি ৮ লাখ ৭৯ হাজার ৪৪৪ জন এবং মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৮৭ হাজার ৭৬৬ জনের। এছাড়াও, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৭ কোটি ৫৩ লাখ ১৪ হাজার ৩২৪ জন।

About

Popular Links