Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

২২ আরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত

উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়

আপডেট : ২৯ মে ২০২২, ০১:২২ পিএম

১৯ যাত্রী নিয়ে নেপালের তারা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি নেপালের পোখারা থেকে তিব্বত সীমান্তবর্তী জেলা মুস্টাংয়ের জমসমে যাচ্ছিল।

রবিবার (২৯ মে) উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নেপালি গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

বিমানটির যাত্রীদের মধ্যে চারজন ভারতীয়, দুজন জার্মান এবং ১৩ নেপালি নাগরিকের পাশাপাশি তিনজন ক্রু ছিলেন। বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের সবশেষ সংযোগ হয় স্থানীয় সময় ৯টা ৫০ মিনিটে।

এয়ারলাইন্স সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, “যাত্রীদের বিষয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে চরম পরিণতির আশঙ্কা করছি আমরা।”

   

About

Popular Links

x