বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ কমে গেলেও তা এখনও পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি। ভারতে এখনও দৈনিক প্রায় চার কোটিরও বেশি মানুষ এ মহামারিতে আক্রান্ত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, মৃদু উপসর্গসহ আমি করোনাভাইরাসে আক্রান্ত। সব বিধিনিষেধ অনুযায়ী আমি বাড়িতে কোয়ারান্টাইনে আছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি।
I've tested positive for COVID-19 with mild symptoms. Following all the protocols, I have quarantined myself at home.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 3, 2022
I would request those who came in contact with me to take all necessary precautions.
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এক দিন আগেই প্রিয়াঙ্কার মা এবং কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী কোভিড আক্রান্ত হয়েছিলেন।
সোনিয়া গান্ধীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, দলের পক্ষ থেকে আরও বলা হয়, আগামী ৮ জুন সোনিয়া গান্ধী ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা) হাজিরা দেবেন।
জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রনদ্বীপ সিং সূর্যেওয়ালা জানান, সোনিয়া গান্ধীর মৃদু জ্বর ও কোভিডের অন্য উপসর্গগুলো আছে।