Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

একসঙ্গে ১৬টি নতুন চীনা স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

এদের মধ্যে একটি জিলিন-১ গাওফেন ০৩ডি০৯ স্যাটেলাইট ও ইউনিয়াও-১০৪-০৮ স্যাটেলাইট রয়েছে

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৫:২৪ পিএম

একসঙ্গে ১৬টি নতুন স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। দেশটির উত্তরঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।

বুধবার (১০ আগস্ট) বেইজিং সময় দুপুর ১২টা ৫০ মিনিটে লং মার্চ-৬ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়েছে। 

এদের মধ্যে একটি জিলিন-১ গাওফেন ০৩ডি০৯ স্যাটেলাইট ও ইউনিয়াও-১০৪-০৮ স্যাটেলাইট রয়েছে বলে জানা গেছে। উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

স্যাটেলাইটের নতুন ব্যাচ মূলত বাণিজ্যিক রিমোট সেন্সিং ও বায়ুমণ্ডলীয় ইমেজিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

   

About

Popular Links

x