Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

উদ্বোধনের ফিতা কাটতে কাটতেই ভেঙে পড়ল সেতু

উদ্বোধক ফিতা কেটে শুভারম্ভ ঘোষণা করার পর মুহূর্তেই ভেঙে পড়ে সেতুটির দু‌‌‌পাশের হাতল। আর মাঝের অংশ ভেঙে পড়ে যায় কয়েক মিটার নিচে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:১০ এএম

নবনির্মিত পদচারী সেতুর উদ্বোধন। বেশ ফিটফাট হয়ে এসেছেন সংশ্লিষ্টরা। সেই তালিকায় আছেন সরকারি কর্মকর্তা, নির্মাণ সংশ্লিষ্ট কর্মী আর সাধারণ মানুষও। কিন্তু ফিতা কেটে উদ্বোধন করতে না করতেই সবার চোখের সামনে ভেঙে পড়ে সেতুটি।

সোমবার (৫ সেপ্টেম্বর) আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানীতে ঘটে এ ঘটনা। এ ঘটনার ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, ঘটনাটি ঘটে রাজধানী কিনসাসার মন্ট-গাফুলা ডিস্ট্রিক্টে। উদ্বোধক ফিতা কেটে শুভারম্ভ ঘোষণা করার পর মুহূর্তেই ভেঙে পড়ে সেতুটির দু‌‌‌পাশের হাতল। আর মাঝের অংশ ভেঙে পড়ে যায় কয়েক মিটার নিচে।

এ ঘটনায় হতচকিত প্রত্যক্ষদর্শীরা ঘটনার আকস্মিকতায় চিৎকার করে ওঠেন আর উদ্বোধনী অনুষ্ঠানে আসা ভিআইপিরা জটলা সামলে বেরোতে মুশকিলে পড়েন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

About

Popular Links