Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে সংঘর্ষে ৯৯ সেনা নিহত

আর্মেনিয়া জানিয়েছে, তাদের অন্তত ৪৯ সৈন্য নিহত হয়েছে, আজারবাইজান বলছে,তারা ৫০ জন সৈন্যকে হারিয়েছে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৪ এএম

আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্তে লড়াইয়ে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্রায় ৯৯ সৈন্য নিহত হয়েছে। এতে করে উভয় পক্ষের দীর্ঘকালের শত্রুতা আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্ক করা হচ্ছে

আর্মেনিয়া জানিয়েছে, তাদের অন্তত ৪৯ সৈন্য নিহত হয়েছে, আজারবাইজান বলছে,তারা ৫০ জন সৈন্যকে হারিয়েছে।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুসারে, আজারবাইজানি বাহিনী আর্মেনিয়ান ভূখণ্ডের অনেক অংশে একটি আর্টিলারি ব্যারেজ এবং ড্রোন হামলা চালালে কয়েক মিনিট পর মধ্যরাত থেকে লড়াই শুরু হয়। দিনের বেলা গোলাগুলি কম হচ্ছে, কিন্তু আজারবাইজানীয় সৈন্যরা আর্মেনিয়ান অঞ্চলে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাতের শেষের দিকে এবং মঙ্গলবার ভোরের দিকে আর্মেনিয়ার “বড় আকারের উস্কানি” কারণে এই প্রতিক্রিয়া। এতে বলা হয়, মাইন পুঁতে এবং আজারবাইজানীয় সামরিক অবস্থানে গুলি চালাচ্ছে আর্মেনিয়ান সেনারা।

১৯৮০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকার সময় নাগোরনো-কারাবাখ নিয়ে মধ্যে প্রথম দুই দেশের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। ওই সময় আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত অঞ্চলটি দখল করে আর্মেনিয়ার সেনাবাহিনী। ওই এলাকায় বিপুল সংখ্যক আর্মেনীয় মানুষের বসবাস।

২০২০ সালে লড়াই করে অঞ্চলটি আর্মেনিয়ার কাছ থেকে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেয় আজারবাইজান। রাশিয়ার মধ্যস্থতায় ওই সময় সংঘাতের অবসান হয়েছিল। এর পর থেকে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার চুক্তির জন্য দুই দেশের নেতারা একাধিকবার মিলিত হয়েছেন।

   

About

Popular Links

x