Tuesday, June 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

রানি এলিজাবেথের কফিনের কাছে যাওয়ায় আটক ১

উদ্ভূত পরিস্থিতির কারণে ওয়েস্টমিনস্টার হল থেকে রানির শেষ শ্রদ্ধার সরাসরি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৩ পিএম

যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার হলে রানি এলিজাবেথের প্রতি শেষশ্রদ্ধা জানাতে মানুষের দীর্ঘ সারি। তবে এদের মধ্যে একজনকে রানির কফিনের কাছে যাওয়ায় আটক করেছে পুলিশ।

পাবলিক অর্ডার আইনে তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো পুলিশ। 

স্থানীয় সময় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। 

বিবৃতিতে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি কফিনের কাছে পৌঁছে যান এবং রানির মরদেহ সম্বলিত কফিনটি স্পর্শ করেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তি কফিনের কাছে পৌঁছে যান এবং রানির মরদেহ সম্বলিত কফিনটি স্পর্শ করেন। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

উদ্ভূত পরিস্থিতির কারণে ওয়েস্টমিনস্টার হল থেকে রানির শেষ শ্রদ্ধার সরাসরি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়। 

পার্লামেন্টের একজন মুখপাত্র বলেন, “ওয়েস্টমিনস্টার হলের ঘটনা সম্পর্কে আমরা জেনেছি। তাকে সরিয়ে নেওয়া হয়েছে। শ্রদ্ধা জানানো সাময়িক সময়ের জন্য ব্যাঘাত ঘটলেও পরিস্থিতি এখন স্বাভাবিক।”

রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন শেষকৃত্যের আগ পর্যন্ত ওয়েস্টমিনস্টার হলে থাকবে।

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছরে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। এর মধ্যদিয়ে তার ৭০ বছরের শাসনামলের অবসান হয়।

   

About

Popular Links

x