পাকিস্তানের করাচি শহরের বাইরে উত্তরগামী একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১২ জনই শিশু। পুলিশ জানায়, বাসটিতে রাতারাতি আগুন ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা জানান, বাসের যাত্রীরা ছিলেন বন্যাদুর্গত। পাকিস্তানের সাম্প্রতিক বন্যা বিপর্যয়ের পর তারা বাড়ি ফিরছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত জেলা স্বাস্থ্য কর্মকর্তা বিনোদ কুমার বলেন, নিজেদের গ্রামে ফিরে যাওয়ার সময় তারা এই দুর্ঘটনার কবলে পড়ে।
হাশিম ব্রোহি নামের এক পুলিশ কর্মকর্তা জানান, বাসের শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের আসল কারণ সম্পর্কে জানা যাবে।
এ বছরের অতিবৃষ্টির কারণে পাকিস্তানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা আঘাত হেনেছে। বন্যায় দেশের এক তৃতীয়াংশকে এলাকা পানির নিচে চলে যায় এবং অন্তত ১,৭০০ জনের মৃত্যু হয়।
পাকিস্তানে বন্যার পানি নামতে শুরু করলেও দেশটিতে হাজার হাজার মানুষ পানিবাহিত ও সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি দেশটিতে চর্মরোগ, ডায়রিয়া ও ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে।