Friday, June 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ৫০ যুদ্ধবন্দি বিনিময়

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর গত সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় শুরু হয়

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৫:৪০ পিএম

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর গত সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় শুরু হয়। সেই ধারাবাহিকতায় শনিবার (২৯ অক্টোবর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৫০ জন বন্দি বিনিময় হয়েছে বলে মস্কো ও কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তর জানায়, রাশিয়ার ফিরিয়ে দেওয়া ৫২ জন বন্দির মধ্যে সৈন্য, নাবিক, সীমান্তরক্ষী, ন্যাশনাল গার্ড সদস্য এবং চিকিৎসক রয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, গত মার্চ থেকে মোট এক হাজার ৩১ জন বন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া।

এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি বলেন, “যারা রাশিয়ায় ও এর অধিকৃত অঞ্চলে বন্দিদশায় রয়েছে তাদের সবাইকে আমরা স্মরণ করি। তাদের প্রত্যেককে ফিরিয়ে আনার জন্য আমরা সবকিছু করব।”

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আলোচনার পর ইউক্রেন ৫০ জন যুদ্ধবন্দিকে হস্তান্তর করেছে।

   

About

Popular Links

x