Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

ফোনে সিএনএন অফিসে বোমা হামলার হুমকি

অজ্ঞাত এক ব্যক্তি সিএনএনের 'টাইম ওয়ার্নার’ ভবনটিতে পাঁচটি বোমা রয়েছে  বলে ফোনে হুমকি দেয়

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০৯:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের সিএনএন অফিসের একটি ভবনে বোমা থাকার হুমকি দেওয়া হয়েছে বলে গেছে জানা গেছে। ফোনের মাধ্যমে হুমকি দেওয়ার বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে সিএনএন জানিয়েছে।

দেশটির পুলিশ কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে হুমকি দেয় যে, ২৫ কলম্বাস সার্কেলে ‘টাইম ওয়ার্নার’ ভবনটিতে পাঁচটি বোমা রয়েছে।

এই ঘটনা নিয়ে সিএনএন জানায়, তাৎক্ষণিকভাবে নিউজরুমের ভেতর পাঁচটি ফায়ার এলার্ম বাজিয়ে ও লাউড স্পিকারের মাধ্যমে অফিসের সকলকে সতর্ক করা হয়। সেসময় সরাসরি অনুষ্ঠান সম্প্রচার চলছিল।

এক টুইটবার্তায় সিএনএন এর সাংবাদিক ব্রায়ান স্টেল্টার বলেন, “দ্রুত সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে”। পরে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড এসে ভবনটির নিরাপত্তা নিশ্চিত করে।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরে পাইপ বোমা থাকার সন্দেহে ভবনটি আংশিকভাবে স্থানান্তর করা হয়।

About

Popular Links