Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

উইলিয়াম বার যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত

১৯৯১-১৯৯৩ সালে প্রেসিডেন্ট বুশের(সিনিয়র)শাসনামলেও উইলিয়াম বার অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১০:৫১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে উইলিয়াম বারকে নিযুক্ত করেছেন। উইলিয়াম বার, গত মাসে বহিস্কৃত হওয়া জেফ সেশনের স্থলাভিষিক্ত হয়ে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে চলমান তদন্তের দেখভাল করার দায়িত্ব নিতে যাচ্ছেন বলে বিবিসির একটি খবরে বলা হয়েছে।    

৬৮ বছর বয়সী বার এর আগেও ১৯৯১-১৯৯৩ সালে প্রেসিডেন্ট বুশের(সিনিয়র)শাসনামলে দেশটির অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একটি ল’ ফার্মের পরামর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সম্মানিত একজন আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন। এসময় উইলিয়াম বারকে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, দুই দলের কাছেই সমান গ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত আছেন ম্যাট হুইটেকার। গত মাসে জেফ সেশন বহিস্কার হবার পর দায়িত্ব পাওয়া হুইটেকার শুরু থেকেই বিভিন্ন বিষয়ে তার বিতর্কিত মতামত এবং মন্তব্যের জন্য বিতর্কিত হয়েছেন।

এখন সিনেট থেকে অনুমোদন পেলেই দায়িত্ব গ্রহণ করেবেন উইলিয়াম বার।

About

Popular Links