Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইতালির নাইটক্লাবে ৬ জনের প্রাণহানি, আহত ১০০

গত বছর জুনে তুরিন শহরে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা বড়পর্দায় দেখার সময় বাজি ফোটানো হলে হুড়োহুড়িতে ১ হাজার ৫০০ জন আহত হয়।

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১১:৩৬ এএম

ইতালির পূর্ব উপকূলীয় শহর অ্যানকোরায় একটি নাইটক্লাবে আতঙ্কে হুড়োহুড়িতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০০ জন। 

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অ্যানকোরার করিনালডো এলাকায় এ ঘটনা ঘটে। 

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, দ্য ল্যানতের্না আজুরা নামের ওই নাইটক্লাবে একটি কনসার্ট চলছিল। সেখানে ১ হাজারের মতো মানুষ ছিল। 

কয়েকটি সংবাদমাধ্যম জানায়, নাইটক্লাবের ভেতরে পিপার (মরিচ) স্প্রে করা হলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় হুড়োহুড়িতে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে গত বছর জুনে তুরিন শহরে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা বড়পর্দায় দেখার সময় বাজি ফোটানো হলে হুড়োহুড়িতে ১ হাজার ৫০০ জন আহত হয়।  

   

About

Popular Links

x