Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

শতাধিক নাবিক নিয়ে থাইল্যান্ডের নৌ বাহিনীর জাহাজডুবি, নিখোঁজ ৩৩

সাগরে টহল দেওয়ার সময় জাহাজটি ঝড়ের কবলে পড়ে 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১২:৫১ পিএম

থাইল্যান্ড উপসাগরে দেশটির  নৌ-বাহিনীর একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। ওই জাহাজটিতে ১০৬ জন নাবিক ছিলেন। ঘটনাস্থল থেকে হেলিকপ্টারের মাধ্যমে ৭৩ জন নাবিককে উদ্ধার করা গেলেও এখনও ৩৩ জন নিখোঁজ রয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এপি জানিয়েছে, রবিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরে টহল দেওয়ার সময় জাহাজটি ঝড়ের কবলে পড়ে।

 ডুবে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, ঝড়ের কারণে জাহাজে পানি ঢুকে যায়। পুরো জাহজ দ্রুত প্লাবিত হওয়ায় পাওয়ার রুমে শর্ট সার্কিট সৃষ্টি হয়। একপর্যায়ে জাহাজটি ডুবে যায়। 

খবর পাওয়া মাত্র থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে। মেশিনের সাহায্যে জাহাজটিকে তোলার চেষ্টা করলেও সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। 

জাহাজটির বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে থাই নৌ বাহিনী।

About

Popular Links