Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভারতে বিধানসভা নির্বাচনে এগিয়ে কংগ্রেস

সর্বশেষ ফলাফল অনুযায়ী, পাঁচ রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে এগিয়ে আছে কংগ্রেস

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০৪:১৭ পিএম

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল গণনা মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত তিনটি রাজ্যে এগিয়ে রয়েছে কংগ্রেস।

সর্বশেষ ফলাফল অনুযায়ী, পাঁচ রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে এগিয়ে আছে কংগ্রেস। এছাড়া তেলেঙ্গানায় বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএস। আর মিজোরামে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে আঞ্চলিক দলের জোট এমএনএফ।

ভারতের এই পাঁচ রাজ্যের বিধানসভার ভোট শেষ হয় গত শুক্রবার। আজ দুপুর নাগাদ ফল জানা যাবে।

পাঁচ রাজ্যের ভোটকে কেন্দ্র করে সব দলই বলে আসছিল যে এটি হবে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের সেমিফাইনাল। আর ফাইনাল হবে এপ্রিল-মে মাসে।

গুরুত্ব বিবেচনায় এই পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের দিকে ভারতবাসী নজর রাখছে।

গত ১২ নভেম্বর মাওবাদী–অধ্যুষিত রাজ্য ছত্তিশগড় থেকে নির্বাচন শুরু হয়। রাজ্যে দুই দফায় ভোট হয়। দ্বিতীয় দফার ভোট হয় ২০ নভেম্বর।

মধ্যপ্রদেশ ও মিজোরামে ভোট হয় গত ২৮ নভেম্বর। রাজস্থান ও তেলেঙ্গানায় ভোট হয় ৭ ডিসেম্বর।

পাঁচ রাজ্যের মধ্যে এখন বিজেপি ক্ষমতায় আছে তিনটিতে। এগুলো হলো মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে। মিজোরামে ক্ষমতায় আছে কংগ্রে। আর তেলেঙ্গানায় আছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি-টিআরএস।


   

About

Popular Links

x