Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

মানুষের মরদেহ থেকে জৈব সার বানানোর অনুমোদন দিলো নিউইয়র্ক

দাফন কিংবা দাহ করার পরিবেশবান্ধব বিকল্প হিসেবে এ পদ্ধতিকে বিবেচনা করা হয়

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১১:৪৮ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে মানুষের মরদেহ থেকে জৈব সার তৈরির প্রক্রিয়া অনুমোদন দেওয়া হয়েছে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন প্রথম এই পদ্ধতির অনুমোদন দেয়। এরপর কলোরাডো, ওরেগন, ভার্মন্ট ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এ পদ্ধতির অনুমোদন দেওয়া হয়।

শনিবার (৩১ ডিসেম্বর) নিউইয়র্কে ষষ্ঠ অঙ্গরাজ্য হিসেবে এ পদ্ধতিটির অনুমোদন দেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

এই প্রক্রিয়ায় মানুষের মরদেহ বিশেষ পদ্ধতির মাধ্যমে জৈব সারে রুপান্তরিত করা হয়। দাফন কিংবা দাহ করার পরিবেশবান্ধব বিকল্প হিসেবে এ পদ্ধতিকে বিবেচনা করা হয়।

জৈব সার বানাতে আবদ্ধ জায়গায় মরদেহ রাখা হয়। সেখানে কাঠের গুঁড়া, বিশেষ ধরনের লতাপাতা ও খড় ঘাসের মতো কিছু উপাদান রাখা হয়। ধীরে ধীরে এগুলোতে পচন ধরে।

প্রায় এক মাস এভাবে রাখার পর জীবাণুমুক্ত করার জন্য তাপ প্রয়োগ করা হয়। স্বাভাবিকভাবেই মরদেহ জৈব সারে পরিণত হয়। 

যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান রিকম্পোজ বলেছে, এতে এক টন কার্বন সংরক্ষণ করা সম্ভব।

জলবায়ু পরিবর্তনে বড় ভূমিকা রাখে কার্বন ডাই–অক্সাইডের নিঃসরণ। এর প্রভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়, যা গ্রিনহাউস গ্যাসের প্রভাব হিসেবে পরিচিত।

মানব জৈব সারের সমর্থকেরা এই প্রক্রিয়াকে যথেষ্ট পরিবেশবান্ধব হিসেবে বিবেচনা করেছেন। এতে করে সীমিত জমির সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব হবে বলছেন তারা।

   

About

Popular Links

x