Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৭

ক্যালিফোর্নিয়ায় চীনা নববর্ষ উৎসবে গুলিতে অন্তত ১০ জন নিহতের ঘটনার দু’দিন পার না হতেই ফের বন্দুক হামলার ঘটনা ঘটলো

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ০৯:৩৪ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চীনা নববর্ষ উৎসবে গুলিতে অন্তত ১০ জন নিহতের ঘটনার দু'দিন পার না হতেই ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় সোমবার (২৩ জানুয়ারি) উত্তর আমেরিকার দেশটিতে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় ঘটে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে শহরে সহিংসতার পৃথক এ ঘটনা ঘটে। 

এএফপি বলছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের দক্ষিণে অবস্থিত দুটি খামারে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে সাতজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে-তে গোলাগুলির বিষয়ে সান মাতেও কাউন্টি শেরিফ টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, “সন্দেহভাজন অপরাধীকে হেফাজতে রাখা হয়েছে। এখন ওই এলাকার বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই।'

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

গত ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ছয় মাস বয়সী এক শিশু ও তার মাসহ ছয়জনকে হত্যা করে।

এরপর, ২১ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় চীনা নববর্ষ উৎসবে গুলিতে অন্তত ১০ জন নিহত হন। এতে আহত হন আরও অন্তত ১০ জন।

About

Popular Links