Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিপকিন্স

৪৪ বছর বয়সী ক্রিস হিপকিন্স নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১২:৪২ পিএম

জেসিন্ডা আরডার্নের পদত্যাগের পর নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স।

বুধবার (২৫ জানুয়ারি) দেশটির রাজধানী ওয়েলিংটনে এক অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তাকে শপথ পড়ান নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল।

শপথ নেওয়ার পর ৪৪ বছর বয়সী হিপকিন্স অর্থনীতি ও মুদ্রাস্ফীতির মহামারিকে কেন্দ্র করে ব্যাক-টু-বেসিক পদ্ধতির প্রতিশ্রুতি দিয়েছেন।

হিপকিন্স বলেন, “এটা আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ ও দায়িত্ব। সামনে রয়ে যাওয়া চ্যালেঞ্জগুলো দেখে আমি উজ্জীবিত ও উচ্ছ্বসিত।”

হিপকিন্স নিউজিল্যান্ডের মিশ্র সংস্কৃতির প্রজন্মের প্রতিনিধি। তার ডাকনাম “চিপ্পি”।

করোনাভাইরাস মহামারিকালে হিপকিন্স আলোচিত মুখ হয়ে ওঠেন। তিনি ২০২০ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। একই বছরের নভেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত কোভিড-১৯ মোকাবিলাসংক্রান্ত মন্ত্রী ছিলেন। তাকে নিউজিল্যান্ডে করোনাভাইরাস মোকাবিলায় তার নেওয়া পদক্ষেপ দারুণভাবে প্রশংসিত হয়।

এদিকে, নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কার্মেল সেপুলোনি। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের ঐতিহ্যের কোনো ব্যক্তি এই দায়িত্ব গ্রহণ করলেন।

   

About

Popular Links

x