Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

প্রতিবেশী তুরস্কের ভূমিকম্পে সিরিয়ায় নিহত ১১১

এ ভূমিকম্পে তুরস্কে এখন পর্যন্ত ৭৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৬ পিএম

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্পে দুই দেশেই প্রাণহানি বাড়ছে। শক্তিশালী এ ভূমিকম্পে সিরিয়ায় অন্তত ১১১ জন নিহত হয়েছেন। তুরস্কে নিহত হয়েছেন অন্তত ৭৬ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ৪টা ১৭ মিনিটে সিরিয়া সংলগ্ন তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই কম্পন ঘটে। এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ২৪.১ কিলোমিটার।

প্রতিবেশি তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে সিরিয়ার বহুভবন ধসে পড়েছে। এতে আটকা পড়েছেন অনেকে। 

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির বিভিন্ন এলাকায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক।  নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে।  অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

About

Popular Links