Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

কোভিডের পর প্রথমবারের মতো পর্যটকদের স্বাগত জানাচ্ছে চীন

২০২০ সালের ২৮ মার্চ থেকে পর্যটন ভিসা দেওয়া বন্ধ করেছিল দেশটি

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০৫:১০ পিএম

তিন বছর পর প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের ভিসা দেওয়া শুরু করেছে চীন। ভাইরাসের বিরুদ্ধে বেইজিংয়ের বিজয় এবং কোভিড পরিস্থিতিতে জনগণের আন্দোলন চীনের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।

এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে চীন আগামী ১৫ মার্চ থেকে পুনরায় পর্যটন ভিসা চালু করছে। ২০২০ সালের ২৮ মার্চ ভিসা দেওয়া বন্ধ করেছিল দেশটি। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ক্রুজ জাহাজের জন্য হাইনান আইল্যান্ড ও সাংহাইয়ে ভিসামুক্ত প্রবেশও চালু হচ্ছে।

হংকং এবং ম্যাকাউইয়ের পর্যটকদের ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং চীনা কনস্যুলার কার্যালয়গুলো পুনরায় ভিসা আবেদন প্রক্রিয়াকরণ শুরু করবে। কোভিড মোকাবিলায় আরোপিত আন্তর্জাতিক বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত মহামারি পরবর্তী চীনে স্বাভাবিক জীবনে ফিরে আসাকেই ইঙ্গিত করছে।

মহামারির আগে প্রতি বছর ১০ লাখের মতো আন্তর্জাতিক দর্শনার্থী আসতো চীনে। মহামারির কারণে দেশটির পর্যটনশিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

বিশ্লেষকরা জানান, সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত চীনের পর্যটনশিল্পে ইতিবাচক অবদান রাখবে।

চীনা নাগরিকদেরও ৬০টি দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে। কোভিড নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এতদিন ২০টি দেশে যেতে পারতেন দেশটির পর্যটকরা। চীন বলছে, ২০২২ সালে তাদের মোট জিডিপি মাত্র ৩% বেড়েছে। গত ৫০ বছরের মধ্যে যা সর্বনিম্ন।

কোভিড মহামারি ঠেকাতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেওয়া কঠোর পদক্ষেপের জেরে দেশটির কোথাও কোথাও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

   

About

Popular Links

x