মরুভূমির দেশ সৌদি আরবে বৃষ্টিপাত একেবারেই কম। সেখানে শিলাবৃষ্টি তো অনেকটা বিরল ঘটনা। তবে এবার সেই বিরল ঘটনাই ঘটলো সেখানে।
শুক্রবার (১৫ এপ্রিল) দেশটির কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এমন ঘটনার পর শীতল আবহাওয়ায় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে পড়েন এবং তাদের অভিজ্ঞতা ভিডিও করতে শুরু করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সৌদি গণমাধ্যম খালিজ টাইমস।
দেশটির স্টর্ম সেন্টারের পোস্ট করা একটি ভিডিওতে একজন বাসিন্দাকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়, যিনি এক পর্যায়ে বরফের কয়েকটি টুকরা হাতে তুলে নেন। এরপর তিনি বরফের টুকরাগুলো ক্যামেরায় দেখান। পরে তিনি ক্যামেরা ঘুরিয়ে আরেক বাসিন্দাকে দেখান যার হাতও বরফে ভরা ছিল।
এদিকে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ দুবাইয়ের হাত্তা ও রাস আল খাইমাহর খাত্ত এলাকায় ভারি বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি বিরূপ আবহাওয়া পরিস্থিতির শঙ্কা জানিয়ে বাসিন্দাদের সতর্কও করেছে আবহাওয়া বিভাগ।