Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

সৌদি আরবে ঈদ শুক্রবার

সৌদি আরবে চাঁদ দেখা গেছে

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১০:১২ পিএম

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে এবার রমজান মাস ২৯ দিনের হচ্ছে। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল) ঈ-উল-ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার ( ২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ।

তবে ইতোমধ্যে শনিবার ঈদ-উল-ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে সাতটি দেশ— অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড ও জাপান। বৃহস্পতিবার এসব দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে আগামী শনিবার ঈদ-উল-ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

সৌদি আরবের সঙ্গে একই দিন শুক্রবার ঈদ-উল-ফিতর উদযাপন করবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাত।

গালফ নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান ঘোষণা দিয়েছে শনিবার ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে।

এদিকে, বাংলাদেশে ঈদ উদযাপনের বিষয়ে শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেলে শনিবার ঈদ উদযাপিত হবে।

   

About

Popular Links

x