Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

“জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল রাজনৈতিক প্রভাবমুক্ত নয়।”

আপডেট : ২০ জুন ২০১৮, ০৫:৫৭ পিএম

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রত্যাহারের কারণ হিসেবে দেশটি জানিয়েছে, “জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল রাজনৈতিক প্রভাবমুক্ত নয়।”

মানবাধিকার কাউন্সিল সম্পর্কে যুক্তরাষ্ট্র এক মন্তব্যে জানিয়েছে, এটি এমন একটি স্বার্থান্বেষী ও স্বার্থপর সংস্থা যা মানবাধিকারকে উপহাসের পর্যায়ে নিয়ে গেছে। অন্যদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে জানিয়েছেন, “কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্র নাম প্রত্যাহার না করলেই, তিনি বেশি খুশি হতেন।”

এ ছাড়াও মানবাধিকার কাউন্সিলটির কমিশনার জেইদ রাদ আল হুসেইন মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের বিষয়টি ‘আশ্চর্যজনক না হলেও হতাশ করার মতো’। তবে, যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের সিদ্ধান্তটিকে সাধুবাদ জানিয়েছে ইসরায়েল।

প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে যোগ দিতে আগ্রহী ছিল না যুক্তরাষ্ট্র। পরবর্তীতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সিদ্ধান্তে ২০০৯ সালে কাউন্সিলে সদস্য হিসেবে নাম লেখায় যুক্তরাষ্ট্র।


   

About

Popular Links

x