নেপালের পাহাড়ি এলাকায় কলেজ শিক্ষার্থী ও তাদের প্রশিক্ষকদের বহনকারী একটি বাস শুক্রবার পাহাড়ি সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে অন্তত ২৩ জন নিহত এবং আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি ঢাল থেকে ছিটকে প্রায় ৭০০ মিটার নিচে একটি নদীতে গিয়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ। বাসটিতে মোট ৩৭ জন আরোহী ছিলেন।
বাসে থাকা কৃষ্ণা সেন ইছহোক পলিটেকনিক ইনস্টিটিউটের নেপালি শিক্ষার্থী ও প্রশিক্ষকরা পাশের জেলার একটি প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়েছিলেন।
রাজধানী কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে রামরি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম এবং বাসের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকায় উদ্ধার অভিযান চালাতে বেশ সমস্যায় পড়তে হয় উদ্ধারকারীদের।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে নেপালের এক পাহাড়ি সড়কে ট্রাক দুর্ঘটনায় ১৬ জন মারা গিয়েছিলেন।