ইরাকে অবস্থিত মার্কিন সৈন্য শিবিরে পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৬ ডিসেম্বর) রাতে কয়েক ঘণ্টার এই সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
ইরাকের আল আসাদ এয়ার বেসে এক সমাবেশে সৈন্যদের শুভেচ্ছা জানান ট্রাম্প-মেলানিয়া দম্পতি। পরে সেখানে সৈনিকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরাক সফরকালে টেলিফোনে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন ট্রাম্প। হোয়াইট হাউজ জানায়, নিরাপত্তাজনিত কারণে ও ঝটিকা সফর হওয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক করতে পারেননি তিনি।
যুদ্ধাঞ্চলের সৈন্য শিবিরে প্রেসিডেন্ট হিসেবে এটি ট্রাম্পের প্রথম সফর। সম্প্রতি ইরাক ও সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি। সিরিয়া থেকে দুই হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।