Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

খাবারের জন্য গির্জাটিতে শত শত লোক জড়ো হলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ২৮ মে ২০২২, ১০:৪৭ পিএম

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার রাজ্যের পোর্ট হারকোর্ট শহরের একটি গির্জায় পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৭ জন আহত হয়েছেন। খাবারের জন্য গির্জাটিতে শত শত লোক জড়ো হলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রিভার রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ কোকো বলেন, “শনিবার ভোরে গির্জায় শত শত মানুষ খাবার নিতে আসেন।  প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। এসময় একটি গেট ভেঙে যায়।”

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “লোকজন সেখানে অনেক আগেই চলে আসেন এবং কেউ কেউ ধৈর্যহীন হয়ে ছুটতে শুরু করেছিলেন। যে কারণে পদদলনের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।”

এর আগে, স্থানীয় সংবাদমাধ্যম পাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে অনুষ্ঠিত দ্য কিংস অ্যাসেম্বলি “শপ ফর ফ্রি” অনুষ্ঠানের জন্য প্রচুর লোকজন জড়ো হয়েছিলেন। গির্জার ভেতরে প্রবেশের সুযোগ পাওয়ার জন্য অনেকে শুক্রবার থেকে সারিতে দাঁড়িয়ে ছিলেন।

নিহত এবং আহতদের উদ্ধারের পর পার্শ্ববর্তী পোর্ট হারকোর্ট সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

About

Popular Links