Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

ডমিনিকান পরিবেশমন্ত্রীকে গুলি করে হত্যা

এ ঘটনায় মিগুয়েল ক্রুজ নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে

আপডেট : ০৭ জুন ২০২২, ০১:৫৯ পিএম

ডমিনিকান রিপাবলিকের পরিবেশমন্ত্রী অরলান্ডো জর্জ মেরাকে তার নিজ অফিসে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মিগুয়েল ক্রুজ নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (৬ জুন) এ ঘটনা ঘটেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

আটক ব্যক্তি নিহত মন্ত্রীর বাল্যবন্ধু বলে টুইটারে দেওয়া এক ভিডিও পোস্টে জানিয়েছেন প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র হোমেরো ফিগুয়েরো।

তবে এই হামলার পেছনে সম্ভাব্য কী কারণ থাকতে পারে তা জানা যায়নি।

ডমিনিকান রিপাবলিকের পরিবেশ মন্ত্রণালয়ের কর্মীরা সাংবাদিকদের জানান, ভবনের ভেতর থেকে ৭টি গুলির শব্দ শুনতে পান তারা। এর কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থলে আসে। 

৫৫ বছর বয়সী আইনজীবী মেরা দেশটির সাবেক প্রেসিডেন্ট সালভাদর জর্জ ব্লাঙ্কোর ছেলে। ব্লাঙ্কো ২০০২ সাল থেকে ২০০৬ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।

About

Popular Links