Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভারতে একদিনে ৭,২৪০ জন কোভিডে আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়েছে

আপডেট : ০৯ জুন ২০২২, ০৬:০০ পিএম

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৪০ জনের কোভিড শনাক্ত হয়েছে। যা এ বছরের ২ মার্চের পর একদিনে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (৯ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। সেখানে বুধবার রাতে ১ হাজার ৭৬৫ জনের করোনভাইরাসে সংক্রমণের খবর পাওয়া গেছে। যা মঙ্গলবারের চেয়ে বেশি।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫ লাখ ২৪ হাজার ৭২৩ জনে দাঁড়িয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

About

Popular Links