ভারতের মুম্বাইয়ে ব্যস্ত রাস্তায় আহত একটি পাখিকে দেখে গাড়িচালককে গাড়ি দাঁড় করাতে বলেন ব্যবসায়ী অমর মণীশ জরিওয়ালা। এ সময় পাশ দিয়ে দ্রুতগতিতে একের পর এক গাড়ি ছুটে যাচ্ছিল পাশ দিয়ে। যখনই তারা আহত পাখিটির কাছে পৌঁছান তখন দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্যাক্সি তাদের চাপা দেয়।
শনিবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, অমর এবং তার গাড়িচালক শ্যামসুন্দর কামাট তখন সরে যাওয়ার সুযোগ পাননি। ট্যাক্সিটি সোজা তাদের গিয়ে ধাক্কা মারে।
প্রতিবেদনে বলা হয়, ধাক্কা এতোটাই জোড়ালও ছিল যে তারা উড়ে গিয়ে প্রায় ১০ ফুট দূরের গার্ডরেলে আছড়ে পড়েন। তাদের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রথমে অমরকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরেই মৃত্যু হয় শ্যামসুন্দরের।
পুলিশ জানিয়েছে, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে রবীন্দ্রকুমার জয়সওয়ার নামের ওই ট্যাক্সিচালককে গ্রেপ্তার করা হয়েছে।
What a tragedy. This is Mumbai’s Bandra Worli Sea Link pic.twitter.com/VSTQz27vqY
— Singh Varun (@singhvarun) June 10, 2022