Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

মনিবের ঘরে চুরি, চোর ধরলো পোষা কুকুর

অভিযুক্ত ব্যক্তি বাড়ির দেবতার পরা সোনার অলঙ্কার চুরি করার চেষ্টা করছিল

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৩:৩৮ পিএম

মনিবের ঘরে চুরি করছিল এক চোর। ভোররাতে সেই চোরকে দেখে ঝাঁপিয়ে পড়ে পোষা কুকুর। অবশেষে আটক হয় সেই চোর।

শুক্রবার (১ জুলাই) ভোরের দিকে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের কাছেই কালিঘাট ফায়ার স্টেশনের কাছে যদু ভট্টাচার্য লেনে এ ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই পরিবারটি জানায়, ভোর ৪টার দিকে বাড়ির একটি গেট ভেঙ্গে ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করা শেষে ফ্রিজ থেকে খাবার খাচ্ছিল ওই চোর।

এ সময় চোরকে দেখতে পেয়ে বাড়ির এক নারী অ্যালার্ম বাজিয়ে দেন ও চিৎকার শুরু করেন। এতে অন্যরাও জেগে ওঠেন। পরিবারের সদস্য প্রসেনজিৎ চক্রবর্তী চোরকে ধরার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করে ওই চোর।

তখনই তাদের পোষা কুকুর ওই চোরের ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেয় ও ধরে রাখে। পরে বাড়ির অন্যরা চোরকে ধরে ফেলে। এরপর পুলিশ এসে তাকে আটক করে।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি বাড়ির দেবতার পরা সোনার অলঙ্কার চুরি করার চেষ্টা করছিল।

আহত প্রসেনজিৎ চক্রবর্তীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ঘাড়ে ও কাঁধে ৩৫টি সেলাই দেওয়া হয়েছে।

এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

About

Popular Links