মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের ম্যাপলউড শহরে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর ওই পরিবারের তিন শিশু সন্তানসহ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি স্ত্রী-সন্তানদের হত্যার পর নিজে আত্মহত্যা করেন।
শুক্রবার (১ জুলাই) সকালের দিকে রাজ্যের ম্যাপলউড শহরের একটি বাড়ি থেকে প্রথমে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে মিনেসোটা হ্রদ থেকে তিন শিশু সন্তানসহ এক মায়ের মরদেহ উদ্ধার করা হয়।
ম্যাপলউডের পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট জো স্টেইনার বলেন, “সকালের দিকে প্রথমে এক ব্যক্তির আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। সেখানে পাওয়া তথ্য থেকেই সন্ধান চালিয়ে পরে রাতের দিকে হ্রদ থেকে তিন শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।”
ওই এলাকার প্রশাসক শেরিফ বব ফ্লেচার বলেন, “শুক্রবার বিকেলে এক ছেলে শিশুর মরদেহ পাওয়া যায়। পরে রাতে আরেক ছেলে শিশু ও শনিবার তৃতীয় সন্তানের খোঁজ মেলে। আর শনিবার সকালে পাওয়া যায় মায়ের মরদেহ।”
কর্মকর্তারা বলছেন, মৃত্যুর কারণ বের করতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।
বব ফ্লেচার বলেন, “শিশুদের জুতাগুলো হ্রদে পাওয়া গেছে। এছাড়া মায়ের গাড়িটিও ঘটনাস্থলে উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত করা হচ্ছে।”