স্ত্রীকে দংশন করেছিল সাপ। সেটি দেখে ফেলেন স্বামী। সঙ্গে সঙ্গে সাপটিকে ধরে বোতলে পুরে ফেলেন তিনি। এরপর বোতলে সাপ ও সঙ্গে স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছোটেন ওই ব্যক্তি।
গত শুক্রবার (১ জুলাই) ভারতের উত্তরপ্রদেশের উন্নাওয়ের মাখি পুলিশ সার্কেলের অধীনে আফজাল নগর এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে এ কথা জানায়।
প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তিকে ডাক্তাররা জিজ্ঞেস করেছিলেন তার স্ত্রীকে সাপে দংশন করেছে কি না। তখন তিনি বলেন, আমি সাপটি নিয়ে এসেছি যাতে আপনি নিজেই দেখতে পারেন।
এদিকে ওই ব্যক্তি গণমাধ্যমকে জানিয়েছেন, তার স্ত্রী হাসপাতাল থেকে ছাড়ার পরে তিনি সাপটিকে বনাঞ্চলে ছেড়ে দেবেন।
এছাড়া সাপটি যেন শ্বাস নিতে পারে সেজন্যে প্লাস্টিকের বোতলে ছিদ্র করে নিয়েছিলেন বলেও জানান তিনি।