শারজাহ থেকে হায়দরাবাদের উদ্দেশে উড়ে আসা ইন্ডিগো বিমানের একটি উড়োজাহাজ প্রযুক্তিগত ত্রুটির কারণে পাকিস্তানে জরুরি অবতরণ করেছে।
করাচিতে জরুরি ভিত্তিতে নামা বিমানটির সব যাত্রী নিরাপদে রয়েছেন।
রবিবার (১৭ জুলাই) ওই বিমানটি অবতরণের পর বিমানের যাত্রীদের হায়দারাবাদে ফেরাতে অন্য একটি বিমান করাচিতে পাঠানো হয়েছে।
ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ওই ভারতীয় বিমানটিকে পাকিস্তানে জরুরি অবতরণ করানো হয়। বিমানটি শারজাহ থেকে ভারতের হায়দারাবাদে যাচ্ছিল। কী ত্রুটির কারণে এমনটি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এক বিবৃতিতে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো জানায়, ‘‘বিমানে যান্ত্রিক ত্রুটি নজরে আসার পরই শারজাহ-হায়দারাবাদ বিমানটিকে করাচিতে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।’’
উল্লেখ্য, গত দুসপ্তাহে এ নিয়ে ভারতের দুটি বিমান জরুরি কারণে করাচি বিমানবন্দরে অবতরণ করল। গত ৫ জুলাই দিল্লি-দুবাইগামী স্পাইসজেটের একটি বিমান যান্ত্রিক গোলযোগের কারণে করাচি বিমানবন্দরে অবতরণ করেছিল।